

চট্টগ্রাম ব্যুরো- চট্টগ্রামে ছাত্রদল-যুবদলের ৬ নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
বুধবার (৭ জুন) বিএনপি নেতা ও চাকসু ভিপি নাজিম উদ্দিনের করা সাইবার আইনের মামলায় চট্টগ্রাম বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ আদেশ দেন। বাদীর নাজিম উদ্দিনের আইনজীবী আবু হেনা বিষয়টি নিশ্চিত করেন।
আসামিরা হলেন- হাটহাজারি ছাত্রদলের আহ্বায়ক তকিবুল হাসান চৌধুরী, হাটহাজারি উপজেলা যুবদলের সদস্য সচিব নুরুল কবির, হাটহাজারি পৌর যুবদলের আহ্বায়ক মীর্জা এমদাদ, হাটহাজারি উপজেলা যুবদলের আহ্বায়ক ফখরুল হাসান, উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মনিরুল আলম জনি এবং হাটহাজারি উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জি এম সাইফুল।
নাজিম উদ্দিন উত্তর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি। চট্টগ্রাম উত্তর জেলায় বিএনপির রাজনীতিতে নাজিম উদ্দিনের সঙ্গে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার মীর হেলালের দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছে। আসামিরা সবাই মীর হেলালের অনুসারী হিসেবে পরিচিত।
চট্টগ্রাম সাইবার আদালতে গত ১ জুন দায়ের করা মামলায় অভিযোগ করা হয়, গত ২৮ মে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নাজিম উদ্দিনকে জড়িয়ে আপত্তিকর পোস্ট দেন ছাত্রদল নেতা তকিবুল হাসান। যেখানে আজেবাজে মন্তব্য করেন অন্যান্যরা।