

ইফতেখার হোসেন, চট্টগ্রাম ব্যুরো- চট্টগ্রামের বাকলিয়ায় কল্পলোক আবাসিক এলাকায় খেলার মাঠ উদ্ধারের দাবীতে মানববন্ধন করেছে নানা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
বৃহস্পতিবার (২৭জুলাই) সকালে খেলার মাঠের সামনে এ কর্মসূচি পালন করেন। এতে ব্যনার ও ফেস্টুন নিয়ে অংশ নেন শতশত শিক্ষার্থী ও নানা সামাজিক সংগঠনের কর্মীরা।
বক্তারা জানান দীর্ঘদিন ধরে কল্পলোক আবাসিক এলাকার নির্ধারিত খেলার মাঠটি ঠিকাদারি প্রতিষ্ঠান ‘বিশ্বাস ট্রেডিং এন্ড কন্সট্রাকশন’ নির্মান সামগ্রী দিয়ে অবৈধভাবে দখল করে রেখেছে। সিমেন্টের প্ল্যান্ট স্থাপন করে ব্যবসা পরিচালনা করছে। এতে ব্যহত হচ্ছে শিশু কিশোরদের সুস্থ বিনোদন। ফলে অপরাধ জগতে ঝুঁকছে তারা। এ সময় মাঠটি উদ্ধারের দাবি জানান শিক্ষার্থীরা।
পরে আবাসিকের আঁধা কিলোমিটার এলাকায় বের করা হয় র্যালী। বক্তারা জানান, খেলার মাঠ না থাকায় কল্পলোক আবাসিক এলাকার কিশোর, তরুণ, যুবকরা সুস্থ বিনোদনের অভাবে আছে। মাদকাসক্তি ও ইভটিজিং এর মত অপরাধের দিকে ঝুঁকছে। এ সময়, একটি র্যালি কল্পলোক আবাসিক এলাকার ২নম্বর রোডের টাওয়ার মোড় থেকে শুরু হয়ে খেলার মাঠে এসে শেষ হয়। দখলকৃত মাঠের সামনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। উক্ত মানব বন্ধনে নাজমুস সাকিবের সঞ্চালনায় বক্তৃব্য রাখেন আমিরুল ইসলাম রনি, এডভোকেট আজিজুল হক, মহিউদ্দিন সোহেল, আইনান করিম, ওমর ফারুক, মো. ইমতিয়াজ, কাজী ইমরান, আবু বকর, তৌহিদুল ইসলাম ফাহিমসহ স্থানীয় সচেতন নাগরিকেরা। এতে অংশ নেন কল্পলোক আবাসিক সমিতির নেতারা। মানববন্ধনে সার্বিক সহযোগিতা প্রদান করে স্থানীয় সামাজিক সংগঠন ‘কল্পলোক ইউনিটি ক্লাব’।
উল্লেখ্য যে, মানববন্ধন শেষে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ(চউক) চেয়ারম্যান বরাবর ‘খেলার মাঠ উদ্ধারে স্বারকলিপি প্রদান করা হয়।