মাঈন উদ্দিন সোহেল, চট্টগ্রাম ব্যুরো- চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় বড় ভাইয়ের শ্যালক হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আব্দুল কাদেরকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৭)।
র্যাব-৭ এর সূত্রে জানা যায়, ২০০৬ সালে পারিবারিক বিরোধের জেরে আপন বড় ভাইয়ের শ্যালককে হত্যা করে আব্দুল কাদের। পরবর্তীতে নিহতের পরিবার বাদি হয়ে আব্দুল কাদেরকে প্রধান করে পরিবারের আরও ৫ সদস্যকে আসামি করে রাঙ্গুনিয়া থানায় হত্যা মামলা দায়ের করা হয়। এই মামলার প্রধান আসামি আব্দুল কাদের আইনশৃংখলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়ে ৬ বছর কারাগারে ছিল।
এরপর জামিনে মুক্ত হয়ে এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়। দীর্ঘদিন পলাতক থাকায় আদালত আব্দুল কাদেরের অনুপস্থিতিতে তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক তাপস কর্মকার সরেজমিন বার্তাকে জানান, যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার এড়াতে কর্ণফুলী থানার শাহমিরপুর এলাকায় অবস্থান করার গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (২২ আগস্ট) রাতে অভিযান চালিয়ে কাদেরকে গ্রেপ্তার করা হয়।আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।