বুধবার, ডিসেম্বর ৪, ২০২৪

চট্টগ্রামে আওয়ামী লীগের দুই কর্মীকে গুলি করে হত্যা

Logo
ডেস্ক রিপোর্ট শুক্রবার, ৩০ ২০২৪, ৩:৪৯ অপরাহ্ণ

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম নগরীতে প্রকাশ্যে গুলি করে নিহত করা হয় দুই জন আওয়ামী লীগের কর্মীকে। তাঁরা হলেন মাসুদ কায়সার (৩২) ও মোহাম্মদ আনিস (৩৮)। আজ ২৯ আগস্ট বৃহস্পতিবার রাত আটটার সময় নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন অনন্যা আবাসিক এলাকার অক্সিজেন–কুয়াইশ সড়কে এ ঘটনা ঘটেছে। এলাকাটি নগরের শেষ দিকে হাটহাজারী উপজেলার সীমান্তবর্তী।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে অক্সিজেন-কুয়াইশ সড়ক ধরে হেঁটে যাচ্ছিলেন নিহত আনিস ও কায়সার। সড়কের নাহার কমিউনিটি সেন্টার সংলগ্ন এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে আসা দুই অস্ত্রধারী দুর্বৃত্ত তাঁদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এ সময় গুলিবিদ্ধ হয়ে দুজনই মাটিতে লুটিয়ে পড়েন। দুর্বৃত্তরা দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন গুলিবিদ্ধ দুজনকে উদ্ধার করেন।
নিহত কায়সার ও আনিসের বাড়ি হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের পশ্চিম কুয়াইশ এলাকায়। দুজনই আওয়ামী লীগের সমর্থক এবং তাঁরা স্থানীয় রাজনীতিতে হাটহাজারী উপজেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান ও উত্তর জেলা আওয়ামী লীগ নেতা ইউনুস গণি চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত।
চট্টগ্রাম জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, অক্সিজেন–কুয়াইশ সড়কে গুলিতে দুজন গুরুতর আহত হন। ঘটনাস্থলেই মারা যান আনিস। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন কায়সারকে। নগর ও জেলা পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, আগের কোন রাজনৈতিক বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। পুলিশ বিস্তারিত জানার চেষ্টা করছে বলে জানান। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় এ হত্যাকান্ডটি জামায়াত শিবির বা হেফাজতের কর্মীরা করতে পারে। তারা গুলি করার সময় নারায়ে তাকবির স্লোগান দিতেও শোনা যায়।

ADVERTISEMENT
অন্যান্য সংবাদ

মোঃ নুর ইসলাম সবুজ, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের খোলাহাটি দারুস সালাম মহিলা মাদ্রাসা এতিমখানার হাফেজা ছাত্রীদের সনদ প্রদান ও …

ইউসুফ আলী নাটোর প্রতিনিধি বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সকলকে …

ইউসুফ আলী নাটোর প্রতিনিধি ফুটবল খেলার সময় হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন নাটোর সদরের চাঁদপুর গোরস্থান বাজারের গোলাম রাব্বি (২৩) নামের যুবক। …

চট্টগ্রাম ব্যুরো : আগামী ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস পালন উপলক্ষে চট্টগ্রাম জেলা মানবাধিকার সংগঠকদের প্রস্তুতি সভায় বিভাগীয় প্রধান সমন্বয়ক, আলহাজ্ব মাওলানা …