
চট্টগ্রাম ব্যুরো– চট্টগ্রাম নগরীর হালিশহরে অটোরিকশা– মোটরসাইকেল এর গ্যারেজে অগ্নিকাণ্ডে ২০টি সিএনজি অটোরিকশা ও ৫টি মোটরসাইকেল পুড়ে গেছে।
রোববার (১৯ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে বউ বাজার এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার খান খলিলুর রহমান দৈনিক সরেজমিন বার্তাকে জানান ,রাতে একটি গ্যারেজে আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কাজ শুরু করে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ তদন্ত সাপেক্ষে জানা যাবে। প্রাথমিকভাবে ধারণা করছি, অগ্নিকাণ্ডে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।