
চট্টগ্রাম ব্যুরো- উন্নত মূল্যবোধ ও চারিত্রিক নির্মলতা সৃষ্টির প্রয়াসে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য শিশু-কিশোরদের মেধা ও মনন বিকাশের মাধ্যমে চারিত্রিক নির্মলতা তৈরির প্রয়াস চালিয়ে যাচ্ছে অংকুর যা প্রতিষ্ঠিত হয় ১৯৮৫ সালে।
তারই ধারাবাহিকতায় ১৯৮৫ সাল থেকে চট্টগ্রামের সাড়া জাগানো বৃত্তি প্রকল্প শুরু হয়। এই বৃত্তি প্রকল্পের আওতায় শুক্রবার (২০ অক্টোবর) চট্টগ্রামে আয়োজিত হয়েছে বৃত্তি পরীক্ষা।
২১ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় নৈতিকতা বিবর্জিত শিক্ষা হতে দুরে রেখে মেধাকে আরো বিকশিত ,চরিত্রকে আরো সুন্দর এবং নিজেদের স্বপ্নছোঁয়া ক্যারিয়ারকে লক্ষ্যে পৌঁছাতে অংকুরের সুনিবিড় তত্ত্বাবধানের কোনো বিকল্প নেই।