মোহাম্মদ সৈয়দুল হক জুয়েল, রাউজান প্রতিনিধি
চট্টগ্রামের রাউজান উপজেলার ১৩ নং নোয়াপাড়া, সামিদর খোয়াং এলাকায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প এর আয়োজন করা হয়।
পবিত্র শোহাদায়ে কারবালার স্বরনে ছামিদর খোয়াং ঈদগাহ ময়দানে এই চক্ষু চিকিৎসা ক্যাম্প টির আয়োজন করা হয়।
২৯ জুলাই সোমবার গাউসিয়া কমিটি বাংলাদেশ ছামিদর খোয়াং শাখা, এলাকাবাসী এবং প্রবাসীদের ব্যবস্থাপনায় এই চিকিৎসা ক্যাম্প টি পরিচালিত হয়।
চক্ষু চিকিৎসা ক্যাম্প এ উদ্ভোদক হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার মুহাম্মদ নজরুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে ছিলেন রয়েল কমিউনিটি চক্ষু হাসপাতাল ও ফ্যাকো সেন্টার এর পরিচালক লায়ন ডাক্তার নারায়ণ দেবনাথ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন রুপক কান্তি নাথ।
অনুষ্ঠিত চক্ষু চিকিৎসা ক্যাম্পে প্রায় ২৫০ জন অসহায় রোগিদের চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয় এবং ১৫ জন রোগীকে বিনামূল্যে চোখের অপারেশন করানোর জন্য নির্বাচন করা হয়। চক্ষু চিকিৎসার পাশাপাশি রোগীদের যাবতীয় ওষুধ বিনামূল্যে প্রদান করা হয়।
চক্ষু চিকিৎসা ক্যাম্প টি পরিচালনা করে রয়েল কমিউনিটি চক্ষু হাসপাতাল এ ফ্যাকো সেন্টার।