চট্টগ্রাম ব্যুরো:
চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানা এলাকা থেকে ফারুক আহমেদ নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার ২২শে নভেম্বর বিকেল ৫টায় পাহাড়তলী থানাধীন দুলালাবাদস্ত থানার মূল গেইটের বিপরীতে সৈকত এর বিকাশের দোকানের সামনে পাকা রাস্তার উপর আকস্মিক চেকপোস্ট পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
থানা পুলিশ জানায়, আসামিকে একটি সিএনজি গাড়ী থেকে থামিয়ে সিএনজির ভিতরে থাকা যাত্রীর কাঁধে বহন করে একটি খয়েরী রংয়ের স্কুল ব্যাগ দেখতে পেয়ে উক্ত যাত্রীকে সিএনজি হইতে নামিয়ে তাহার কাঁধে থাকা ব্যাগ তল্লাশী করাকালে ব্যাগের ভিতরে বিশেষ কৌশলে ৩ টি পলিথিনে মোড়ানো ৫ কেজি গাঁজা সহ যাত্রী ফারুককে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ফারুক নিজেকে (দৈনিক একাত্তর সংবাদ) পত্রিকার সংবাদ কর্মী পরিচয় দেয়, সে কুমিল্লার বরুড়া থানার শাকপুর ৬ নং ওয়ার্ডের মৃত মোবারক হোসেনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়,প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করে যে, সে সীতাকুণ্ড থানাধীন কালুশাহ্ মাজার এলাকা হতে উক্ত মাদকদ্রব্য গাঁজা বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখে পতেঙ্গা এলাকায় নিয়ে যাচ্ছিল।
পাহাড়তলী থানার অফিসার ইনচার্জ মো. বাবুল আজাদ বলেন, আমার থানার বিপরীতে একটি বিকাশের দোকানের সামনে থেকে মাদক কারবারি ফারুককে পাহাড়তলী থানা পুলিশ গ্রেফতার করেছে। তিনি আরো বলেন,আসামীর বিরুদ্ধে পাহাড়তলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে। শনিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।