চট্টগ্রাম ব্যুরো–চট্টগ্রামের কোতোয়ালী থানার তুলাতলী মালিপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২২ কেজি গাঁজাসহ এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তারকরেছে পুলিশ।
বৃহস্পতিবার (২০ জুলাই) রাত সোয়া ১২টার দিকে মালিপাড়া বিচ্ছুনির ঘরের সামনের রাস্তায় এ অভিযান চালানো হয়।
পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক বিক্রেতা মো. জামশেদ (২৫) এর হেফাজত হতে ১০ কেজি গাঁজা উদ্ধার করেন। তারতথ্যের ভিত্তিতে ভোররাত পর্যন্ত পুনরায় সিআরবি রেলওয়ে অফিস এলাকায় অভিযান পরিচালনা করা হয় বলে জানা যায় কোতোয়ালী থানারসূত্রে।
এফ–২৭ আউট হাউস এলাকায় পুলিশের উপস্থিতি টের পেয়ে মো. আরশাদ উল্লাহ (৫২) ও মো. সাজিদ (২৭) পালিয়ে যায়। পরবর্তীতে পলাতকআসামি মো. সাজিদ (২৭) এর বাসা তল্লাশি করে আরও ১২ কেজি গাঁজা জব্দ করা হয়।
সিআরবি পুলিশ ফাঁড়ির এসআই বোরহান উদ্দিন জানান, এ ব্যাপারে কোতোয়ালী থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে। পলাতকআসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।