
ইউসুফ আলী
নাটোর প্রতিনিধি:
চট্টগ্রাম আদালতের আইনজীবী সাইফুল ইসলাম অলিফ হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।
দুপুরে জেলা আইনজীবী সমিতির কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধন থেকে অপরাধিদের দ্রুত গ্রেফতার করে সংক্ষিপ্ত আদালতের মাধ্যমে বিচার নিশ্চিত করার দাবি জানান আইনজীবীরা।
এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন, নাটোর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন তালুকদার টগর, সাধারণ সম্পাদক শরিফুল হক মুক্তা, বিশেষ পিপি আব্দুল কাদের মিয়া সহ অন্যান্য আইনজীবীরা।