
মোঃ আবু সাঈদ,
চকরিয়া,কক্সবাজারঃ
কক্সবাজার জেলার চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল কাদের ভূঁইয়াকে ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
শনিবার সকালে কক্সবাজার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন সরকারি দপ্তরের কর্মকর্তাদের নিয়ে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভার একপর্যায়ে সাংবাদিক মনসুর আলম স্বরাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে জানান যে, চকরিয়া থানার ওসির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন এবং হত্যা মামলার অভিযোগ রয়েছে। এছাড়া, তিনি একজন সাংবাদিককে তুলে নিয়ে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগও উত্থাপন করেন।
অভিযোগ শোনার পর স্বরাষ্ট্র উপদেষ্টা তাৎক্ষণিকভাবে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশকে ফোন করে ২৪ ঘণ্টার মধ্যে ওসিকে প্রত্যাহারের নির্দেশ দেন।
বৈঠক শেষে সাংবাদিকদের উদ্দেশে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “কক্সবাজারে অপহরণের ঘটনা বেশি, এর অন্যতম কারণ রোহিঙ্গা। ১২ লাখেরও বেশি রোহিঙ্গা এই দেশে আশ্রয় নিয়েছে, যারা দ্রুত বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ছে। তাদের যত তাড়াতাড়ি মিয়ানমারে ফেরত পাঠানো যাবে, ততই আমাদের জন্য মঙ্গল।”