বৃহস্পতিবার (১৫ জুন) সকাল ১১ টা থেকে বিকাল সাড়ে ৪ টা পর্যন্ত জেলা প্রশাসন এর পরিচালিত উচ্ছেদ অভিযানে চট্টগ্রাম নগরীর চকবাজার এলাকার নবাব সিরাজুদ্দৌলার রোডে পোস্ট অফিসের বিপরীতে অবস্থিত ভিপি সম্পত্তি অবৈধভাবে সম্পত্তি দখলকারী প্রবাহ কোচিংসেন্টার কে উচ্ছেদ করা হয়েছে।
উচ্ছেদ অভিযান পরিচালনা করেন চট্টগ্রাম জেলা প্রশাসনের এনডিসি সিনিয়র সহকারী কমিশনার মো: তৌহিদুল ইসলাম।
অভিযানে সিএমপি র পুলিশ টিম, চকবাজার থানা টিম, পিডিবি এবং কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন সহায়তা করেন।
ভিপি মামলা নং- ২৪/৬৫-৬৬ মূলে ইমামগঞ্জ মৌজার বিএস ১৯৩ নং খতিয়ানভুক্ত ৬২৯ নং দাগের ৯ (নয়) শতক জায়গা *আজিজুর রহমানইসলামিক স্টুডেন্টস রিসার্চ ইনস্টিটিউট* কে লীজ দেয়া হয়েছিলো। কিন্তু সরেজমিনে লীজ গ্রহীতা লীজের শর্ত ভঙ্গ করে *প্রবাহ কোচিং সেন্টার* নামক একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান কে কোচিং ব্যবসা পরিচালনায় সহায়তা করে আসছিলো। এর পাশাপাশি রিসার্চ ইনস্টিটিউটের নামেআসবাবপত্রের দোকান পরিচালিত হয়ে আসছিলো। লীজ শর্ত ভঙ্গের দায়ে ইতোপূর্বে ভিপি লীজ বাতিল করা হয়েছিলো।
অর্পিত (ভিপি) সম্পত্তি অবৈধভাবে দখলে রেখে প্রবাহ কোচিং সেন্টার প্রায় ৮ বছরের বেশি সময় ধরে এখানে পরিচালিত হচ্ছিল। দশটি রুমেপরিচালিত হচ্ছিল জমজমাট কোচিং ব্যবসা। উচ্ছেদ অভিযানের পর কোচিং সেন্টারের সকল মালামাল অপসারণ করা হয়েছে। প্রায় ২৫০ টিটেবিল-বেঞ্চ, ৮ টি এসি, ২ টি ফ্রীজ, আলমিরা সহ কোচিং সেন্টার সংশ্লিষ্ট মালামাল প্রবাব কোচিং সেন্টারের হিসাব কর্মকর্তা আনোয়ারহোসাইন কে বুঝিয়ে দেয়া হয়েছে। প্রবাহ কোচিং সেন্টারের কাগজপত্র ঘেঁটে পাওয়া যায় কোচিং সেন্টারের মূল মালিক হোসাইন আল হেশাম মো: জাবেদ ( ঠিকানা
মাবুদ মাস্টারের বাড়ি, ঢেমশা, সাতকানিয়া)। কোচিং সেন্টারের পাশাপাশি দরজা মেলা নামক একটা দোকান উচ্ছেদ করা হয়েছে।
উচ্ছেদ অভিযানে প্রায় ৩ কোটি টাকা মূল্যমানের ১০.৫৪ শতক সরকারি জমি উদ্ধার হয়েছে। উদ্ধারকৃত সম্পত্তি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: তৌহিদুল ইসলাম কর্তৃক জেলা প্রশাসনের ভিপি শাখার প্রতিনিধিকে বুঝিয়ে দেয়া হয়েছে।