মোঃ রিপন হাওলাদার
১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গুলশান ১৯ নং ওয়ার্ড জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে দোয়া মিলাদ ও তবারক বিতরণ করা হয়েছে।
ওয়ার্ড শ্রমিক লীগ আয়োজিত দোয়া মিলাদ ও তবারক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাহিম রাজ্জাক(এমপি)।
প্রধান বক্তা ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা বিএম জাফর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএনসিসি'র ২১ নং ওয়ার্ড কাউন্সিলর মাসুম গণি তাপস,ঢাকা মহানগর উত্তর জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব বরকত খান, গুলশান- ১ নং ডিএনসিসি মার্কেট দোকান মালিক সমিতির সভাপতি আক্তারুজ্জামান খালাসি, মার্কেট কমিটির সভাপতি খায়রুল আলম চপল, মার্কেট কমিটির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন,মালিক সমিতির সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহম্মেদ, গুলশান থানা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ এমারত হোসেন।
আলোচনা পর্বে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা ১৫ আগস্ট কিছু বিপথগামী দুর্বৃত্তদের দ্বারা সংঘটিত কালো অধ্যায় নিয়ে স্মৃতিচারণ ও বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের উদ্বোধন করেন বসুন্ধরা গ্রুপ(এবিজি লিমিটেড)'র নির্বাহী পরিচালক মেহেদী হাসান বাবু।
সভাপতিত্ব করেন ১৯ নং ওয়ার্ড জাতীয় শ্রমিক লীগের সভাপতি মোঃ আলী হোসেন হাওলাদার ।
আলোচনা পর্ব শেষে ১৫ আগস্ট ঘাতকদের বুলেটে নির্মম ভাবে জীবন হারানো বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব সহ অন্যান্য শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠান পরিচালনা করেন ১৯ নং ওয়ার্ড জাতীয় শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল মোল্লা।
অনুষ্ঠানের সার্বিক সহযোগীতায় ছিলেন ১৯ নং ওয়ার্ডের ১ নং ইউনিটের সভাপতি ইউনুস হাওলাদার ও সাধারণ সম্পাদক কেবায়াতুল্লাহ।
এসময় জাতীয় শ্রমিক লীগের থানা ওয়ার্ড ইউনিটের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন ।