

মোঃ রিপন হাওলাদার/দেলোয়ার হোসেন
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ(রাজউক) জোন ৪/১ এর আওতাধীন গুলশান-১ এলাকার ১৩৫ নং রোডের ই-৫ নং আবাসিক প্লটে অবৈধভাবে নির্মাণাধীন বাণিজ্যিক স্থাপনা রাজউক কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে অপসারণ করা হয়েছে।
১৭ আগস্ট ২৩ ইং বৃহস্পতিবার এ অভিযান পরিচালনা করে রাজউক ।
অপসারণ করা প্লটের মালিক নওয়াব হোসেন ইমারত আইনের নিয়ম নীতি তোয়াক্কা না করে আবাসিক প্লটে রাজউক হতে কোন অনুমোদন গ্রহণ না করে ইমারত নির্মাণ কাজ চলমান রাখেন।
এ প্রেক্ষিতে রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব তাজিনা সারোয়ার এবং জোন ৪/১ এর অথরাইজড অফিসার জনাব ইমরুল হাসান এর সমন্বয়ে গঠিত টিম উল্লেখিত প্লটে মোবাইল কোর্ট পরিচালনা করেন।
মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধ স্থাপনা অপসারণের পাশাপাশি ভবন মালিকের কাছ থেকে তিনশত টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে মুচলেকা গ্রহণ করা হয় ।যাতে উক্ত প্লটে রাজউকের অনুমোদন ব্যতিরেকে কোন স্থাপনা নির্মাণ না করা হয় ও আবাসিক প্লটে বাণিজ্যিক ব্যবহার না করা হয়। অপসারণ করা প্লটের পার্শ্ববর্তী আবাসিক ভবনের বাসিন্দাগণ রাজউকের এই কার্যক্রম কে সাধুবাদ জানান।
পরিকল্পিত নগরী গড়ে তুলতে রাজউকের এই উচ্ছেদ কার্যক্রম চলমান থাকবে মর্মে রাজউকের জোন ৪/১ এর অথরাইজড অফিসার জনাব ইমরুল হাসান বলেন, আমরা সকলকে ইমারত বিধিমালা যথাযথ ভাবে প্রতিপালনের জন্য উদ্বুদ্ধ করে থাকি।যারা আইনকে মানতে চায় না তাদের বিরুদ্ধে এমন অভিযান চালিয়ে আইন প্রতিপালনে সচেষ্ট করা।
উচ্ছেদ কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন জোন ৪ এর পরিচালক জনাব এ কে এম মকসুদুল আরেফীন, অথরাইজড অফিসার জনাব মাসুক আহমেদ, শেখ মাহাব্বীর রনি, মো: হাসানুজ্জামান, জোন ৪ এর সকল ইমারত পরিদর্শক, প্রধান ইমারত পরিদর্শক ও সহকারী অথরাইজড অফিসারসহ সেবাদানকারী প্রতিষ্ঠানের অন্যান্য সদস্যরা।