মোঃ রিপন হাওলাদার:
ঢাকার অভিজাত এলাকা গুলশান থেকে দেহব্যবসার অন্যতম সর্দারনী আয়েশা সিদ্দিকা লাবনী ওরফে ইভাকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি দীর্ঘদিন ধরে উঠতি বয়সী তরুণীদের ব্যবহার করে অভিজাত এলাকায় দেহব্যবসা পরিচালনা করতেন বলে অভিযোগ রয়েছে।
গত ৮ নভেম্বর গুলশান-১ নম্বর এলাকার ১৩০ নম্বর সড়কের ২৮ নম্বর বাড়ির চতুর্থ তলার একটি স্পা সেন্টারে অভিযান চালিয়ে তাকে আটক করে গুলশান থানা পুলিশ।অভিযানের সময় তার সঙ্গে বেবী জুলিয়ানা নামে আরেক নারীকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়,ওই স্পা সেন্টারটিতে অসামাজিক কার্যকলাপ পরিচালিত হচ্ছিল। রংপুর জেলার পীরগঞ্জ থানার মহাদীপুর গ্রামের আয়েশা সিদ্দিকা এই এলাকার বিভিন্ন ভবনে অবৈধ ভাবে নারী ব্যবসা করে আসছিল।তার এই ব্যবসা পরিচালনার জন্য সংবাদ কর্মী পরিচয়ধারী কথিত এক দালালকে ব্যবসায়ী পার্টনার বানিয়ে রেখেছে বলে তথ্য রয়েছে।কথিত দালাল ব্যবসা পরিচালনার জন্য বিভিন্ন ভাবে পুলিশের সাথে সখ্যতা গড়ে তোলার কাজ করতো।গ্রেফতারকৃত ইভা ও জুলিয়ানার বিরুদ্ধে মানবপাচার প্রতিরোধ আইনে মামলা দায়ের করা হয়েছে।যাহার মামলা নং ৮ গুলশান থানা।মামলায় আরো কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।
আটক দুই নারীকে উক্ত মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানা যায়।মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে,এবং পুলিশ এ চক্রের সঙ্গে জড়িত অন্যান্যদের খুঁজে বের করার চেষ্টা করছে।
সরে/আর/এইচ