খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার সদর বাজার সংলগ্ন থেকে গোপন সংবাদের ভিত্তিতে টহল টিমের পরিচালনায় ৫২লিটার অবৈধ দেশীয় তৈরি চোলাই মদ ও মটরসাইকেল সহ ২জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে গুইমারা থানার পুলিশ।
১৩ অক্টোবর শুক্রবার দুপুরের পরে গুইমারা বাজারের দক্ষিণ মাথার রাস্তার মুখ থেকে অবৈধ দেশীয় তৈরি ৫২লিটার চোলাইমদ ও বহনকারী মটরসাইকেল সহ ২জনকে আটক করেছে পুলিশ। আটককৃত আসামি হলেন গুইমারা হাজাপাড়ার মৃত আবুল হোসেনের ছেলে মোঃ মিজানুর রহমান(৩৬) একই এলাকার বাসিন্দা মোঃ জসিম উদ্দিনের ছেলে মোঃ আরিফ হোসেন(১৬)।
এ বিষয়ে গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব চন্দ্র কর জানান, গোপন সংবাদের ভিত্তিতে গুইমারা থানার এসআই (নিঃ) মংছাই মারমা’র নেতৃত্বে অভিযান চালিয়ে ৫২লিটার চোলাইমদ ও বহনকারী মটরসাইকেল সহ ২জনকে আটক করে। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে গ্রেফতারকৃত আসামীদেরকে বিধি মোতাবেক যথাসময়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইবে।