মাদক ও চোরাকারবারির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণাকারী খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার জনাব মুক্তা ধর পিপিএম (বার) এর সুদক্ষ নেতৃত্বে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে অদ্য ২৬/১২/২০২৩ খ্রিঃ, সময়-১৯.৪৫ ঘটিকায় টিম গুইমারা থানা এসআই(নিঃ) জহিরুল ইসলাম এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ অভিযান পরিচালনা করে গুইমারা থানাধীন ০২নং হাফছড়ি ইউপির মধ্যম হাফছড়ি (রাজশাহীপাড়া) সাকিনে আসামী মোঃ আনোয়ার(৩৭), পিতা-মোঃ আবুল কাশেম, মাতা-সাজেদা বেগম, সাং-মধ্যম হাফছড়ি (রাজশাহীপাড়া) ০২নং ওয়ার্ড, ০২নং হাফছড়ি ইউপি, থানা-গুইমারা, জেলা-খাগড়াছড়ি পার্বত্য জেলা এর বসত ঘর থেকে লাল রং এর শপিং ব্যাগের ভিতরে রক্ষিত ০১(এক) কেজি ২০(বিশ) গ্রাম গাঁজা উদ্ধারপূর্বক অদ্য ২৬/১২/২০২৩ খ্রি: তারিখ ১৯.৪৫ ঘটিকায় ঘটনাস্থলে সাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকা মূলে জব্দ করেন।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মামলা রুজু প্রক্রিয়াধীন।