খাগড়াছড়ির গুইমারা উপজেলার স্থানীয় প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব চৌধুরী।
২৮ডিসেম্বর বৃহস্পতিবার সকালে এমত বিনিময় সভায় অংশ নেন গুইমারা উপজেলা প্রেসক্লাবের সভাপতি নুরুল আলম, সহ-সভাপতি আব্দুল আলী, সাধারণ সম্পাদক দুলাল হোসেন, সরেজমিন বার্তা সম্পাদক আল মামুন, সাংবাদিক সাইফুর রহমান, দিদারুল আলম, আবুল বাশার সহ আরো অনেক প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব চৌধুরী সাংবাদিকদের বলেন, আপনারা দেশ ও সমাজের দর্পন। অত্র উপজেলার সাধারণ মানুষের সুবিধা-অসুবিদা সহ এ প্রত্যন্ত অঞ্চলের সার্বিক খোঁজ-খবর আপনারা রাখেন। আমি আপনাদের সহযোগীতা ও আন্তরিকতায় এ উপজেলার শান্তি, সম্প্রীতি, উন্নয়ন সহ সকল ধরনের সার্বিক বিষয়ে কাজ করতে সক্ষম হবো এবং উপজেলা বাসীর পাশে দাঁড়াতে পারবো। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাংবাদিকদের করণীয় দিক নির্দেশনাও তুলে ধরেন।