খাগড়াছড়ির গুইমারা উপজেলায় র্যালি ও আলোচনাসভার মধ্য দিয়ে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার বেলা ১০ টায় উপজেলা নিবার্হী অফিসারের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের করা হয় । র্যালিটি উপজেলার সড়ক প্রদক্ষিণ করে কার্যালয়ে এসে শেষ হয়।
এরপর উপজেলা নিবার্হী অফিসারের সম্মেলন কক্ষে এক আলোচনাসভার আয়োজন করা হয়। উপজেলা নিবার্হী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাজীব চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেমং মারমা।
এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কংজরী চৌধুরী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস ঝর্না ত্রিপুরা এবং গুইমারা থানার উপ-পরিদর্শক মো. জহিরুল ইসলাম।
এছাড়াও সভায় বক্তব্য রাখেন উপজেলার গুইমারা ইসলামিয়া দাখিল মাদ্রাসার প্রধান শিক্ষক মো. জয়নাল আবেদীন, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি বিপ্লব শীল সহ ব্যবসায়ী ও সাংবাদিকবৃন্দ।
সভায় বক্তারা ভোক্তার অধিকার নিশ্চিতে সকলকে আইন মান্য করা করার আহবান জানান। এই আইনেও যেন কেউ অপব্যবহার না করেন সে ব্যাপারেও সতর্ক করেন।