কাজল মিয়াঃ
গাজীপুর মহানগর যুবদলের আয়োজনে ৭ই নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। এই র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি রেজাউল কবির পল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল।
র্যালিতে সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর যুবদলের আহ্বায়ক সাজেদুল ইসলাম। সঞ্চালনা করেন গাজীপুর মহানগর যুবদলের সদস্য-সচিব মাহমুদ হাসান রাজু। এছাড়াও র্যালিতে গাজীপুর মহানগর যুবদলের আওতাধীন ৯টি থানা ও ৫৭টি ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বর্ণাঢ্য র্যালিটি গাজীপুর ভাওয়াল রাজবাড়ি মাঠ থেকে শুরু হয়ে গাজীপুর শিববাড়ি মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
ADVERTISEMENT