এম,এ,মান্নানঃ
দুনিয়াতে অসহায়ের সহায় আল্লাহ ছাড়া কেউ নেই । একটি অটোর কারণে চালককে হত্যা করেছে দুর্বৃত্তরা । এমন ঘটনা ঘটেছে গাজীপুর মেট্রো পুবাইল থানা এলাকায়।
মামলা সূত্র মতে মামলার বাদী হয়েছেন, মোঃ জাকির হোসেন (৩২), (জাতীয় পরিচয়পত্র নং-১৯৯০১৩১৪৫৫৯০০০৩৫০), পিতা-মৃত শহিদুল্লাহ, মাতা-মোসাঃ রোকেয়া বেগম, সাং-ষোলদানা, থানা-ফরিদগঞ্জ, জেলা-চাঁদপুর এর আপন বড় ভাই কবির হোসেন (৪৫) পেশায় মিশুক (অটো) চালক।
বাদীর বড় ভাই জীবিকার তাগিদে নিজ এলাকা ছেড়ে তার স্ত্রী সন্তান নিয়ে গাজীপুর এর পূবাইল থানাধীন মাজুখান সাকিনস্থ জনৈক নুরুল ইসলাম ব্যাপারীর বাসায় ভাড়া থাকতো। বাদীর ভাই প্রতিদিনের ন্যায় তার নিজস্ব নীল রংয়ের মিশুক (অটো) নিয়ে ভাড়া মারার উদ্দেশ্যে গত ইং ১০/০৪/২০২৪ ইং তারিখ সন্ধ্যা অনুমান ০৬.৪৫ ঘটিকায় বের হয়ে যান। রাত গভীর হয়ে গেলেও বাদীর ভাই মিশুক নিয়ে বাসায় না ফেরায় বাদীর ভাবী আয়েশা বেগম (৩৭) আশেপাশে প্রতিবেশীদের নিয়ে বাদীর ভাইকে খোঁজাখুঁজি করতে থাকে।
একপর্যায়ে বাদীর ভাবী এলাকাবাসীর মাধ্যমে সংবাদ পায় যে, পূবাইল থানাধীন পদহারবাইদ কালুমার্কেট এর পূর্ব পাশে জনৈক সাত্তার এর বাড়ীর সামনে পাকা রাস্তার উপর অজ্ঞাতনামা দুর্বৃত্ত বা দুর্বৃত্তরা ধারালো চাকুর কোপে একজন মিশুক (অটো) চালককে গুরুত্বর আঘাত করে মিশুক (অটো) নিয়ে পালিয়ে গেছে। বাদীর ধারনা অজ্ঞাতনামা দুর্বৃত্ত বা দুর্বৃত্তরা গত ইং ১১/০৪/২০২৪ ইং রাত আনুমানিক ০১.৩০ মিঃ হতে রাত আনুমানিক ০২.৩০মিঃ মধ্যে যে কোন সময় বাদীর বড় ভাই কবির হোসেকে ধারালো ছুরি দিয়ে কোপ মেরে পূবাইল থানাধীন পদহারবাইদ কালুমার্কেট এর পূর্ব পাশে জনৈক সাত্তার এর বাড়ীর সামনে পাকা রাস্তার উপর ফেলে রেখে মিশুক (অটো) নিয়ে পালিয়ে গেছে।
মামলার তদন্তভার এসআই (নিঃ) মারফত আলী মামলার তদন্তভার গ্রহন করিয়া তথ্য প্রযুক্তির সহায়তা সহ বিশ্বস্ত সোর্স নিয়োগ করে জনাব মোহাম্মদ ইব্রাহিম খান, পিপিএম, উপ-পুলিশ কমিশনার অপরাধ (দক্ষিণ) বিভাগ, জিএমপি, গাজীপুর এর সহযোগিতায় অফিসার ইনচার্জ এর তত্ত্বাবধায়নে এসআই হুমায়ুন কবির,এস,আই উত্তম কুমার সূত্রধর, এস,আই মারফত আলী, এস,আই রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থল এলাকার সিসি ফুটেজ পর্যালোচনা করে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন ২৪/০৪/২০২৪ ইং রাত ০৩.৩০ ঘটিকায় শেরপুর জেলার ঝিনাইগাতী থানা এলাকা হতে মোঃ মোহন মিয়া ওরফে মুমিন মিয়া (২৮), পিতা-মনু মিয়া, মাতা-মিনারা খাতুন, ঠিকানা: স্থায়ী: গ্রাম-মসজিদজাম, উপজেলা/থানা-অষ্টগ্রাম, জেলা-কিশোরগঞ্জ, বাংলাদেশ:বর্তমান: গ্রাম- মাজুখান (মনির শাহ এর বাসার ভাড়াটিয়া) , থানা-পূবাইল, গাজীপুর মহানগর, গাজীপুরকে গ্রেফতার করা হয়। আসামী ঘটনার সহিত জড়িত থাকার বিষয়ে স্বীকার করে জানায় যে, চাঁদ রাত অর্থাৎ ১১/০৪/২৪ ইং তারিখ রাত আনুৃানিক ০১.৩০ ঘটিকার সময় আসামী মিশুকটি ভাড়া নিয়ে মাজুখান এলাকা হতে হারবাইদ যাওয়ার পথে ঘটনাস্থলে পৌঁছে মিশুকটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। মিশুক চালক বাঁধা দিলে তাকে চাকু দ্বারা আঘাত মিশুক চালক কে রাস্তার পার্শ্বে ফেলে রেখে মিশুক নিয়ে পালিয়ে যায়।
মূলত মিশুকটি ছিনিয়ে নেওয়ার জন্যই মিশুক চালকে হত্যা করেছে ।