গাজীপুর কালিয়াকৈরে হিন্দু থেকে সপরিবারে ইসলাম ধর্ম গ্রহণ
শাকিল আহমেদ(কালিয়াকৈর প্রতিনিধি):
গাজীপুর কালিয়াকৈর পৌরসভার ৪ নং ওয়ার্ড উত্তর বক্তারপুর নামক গ্রামে সনাতন (হিন্দু) থেকে সপরিবারে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, সনাতন (হিন্দু) থেকে সপরিবারে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এক পরিবারের পাঁচজন ,পরিবার প্রধান পূর্বের নাম শ্রী উজ্জ্বল কুমার দাস বর্তমান নাম ইব্রাহিম খলিল (৪৪) নওমুসলিম ইব্রাহিম খলিলের স্ত্রী শ্রী রাধিকা পূর্বের নাম, বর্তমান নাম খাদিজা আক্তার (৩৫), বড় ছেলে সুমন কুমার দাস পূর্বের নাম, বর্তমান নাম আব্দুল্লাহ বিন ইব্রাহিম(২৮) নওমুসলিম পরিবারের ছোট ছেলে সুমন কুমার দাস পূর্বের নাম, বর্তমান নাম ইসমাইল বিন ইব্রাহিম (২৪)গত ২২.৩,২০২৩ইং তারিখে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট/নোটারি পাবলিক( সমগ্র বাংলাদেশ) গাজীপুর, সনাতন (হিন্দু) ধর্ম থেকে ইসলাম ধর্মে ধর্মান্তরিত হওয়ার আবেদন করে ইসলাম ধর্ম গ্রহণ করেন, রবিবার ২,৪,২০২৩ ইং, ১০ম রমজান উপলক্ষে ইফতার পার্টির আয়োজন করা হয়, উক্ত ইফতার পার্টিতে উপস্থিত ছিলেন কালিয়াকৈর পৌরসভার স্বনামধন্য মেয়র জনাব মোঃ মুজিবুর রহমান, স্থানীয় ৪ নং ওয়ার্ড কাউন্সিলর জনাব মোঃ সাইফুল ইসলাম এবং ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জনাব মোঃ শহিদুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোঃ এরশাদ হোসেন বিশিষ্ট ব্যবসায়ী রাজনীতিবিদ এবং সমাজ সেবক জনাব মোঃ সোহেল সরকার বক্তারপুর দক্ষিণপাড়া ,বিসমিল্লাহ, সমাজের প্রধান মাতব্বর জনাব মোঃ শাহ আলম মিয়া, বক্তারপুর সমাজের প্রধান মাতব্বর ফজলুল হক ফজল মিয়া সহ স্থানীয় স্বনামধন্য ব্যক্তিবর্গ এবং আলেম সমাজের স্বনামধন্য আলেমগণ, কালিয়াগর পৌরসভার সনামধন্য মেয়র মুজিবুর রহমান তার বক্তব্যে বলেন, প্রত্যেকটা মানুষ সে তার নিজস্ব ধর্ম স্বাধীনভাবে পালন করবে,এটা প্রত্যেকটা নাগরিকের অধিকার ,এবং আরো দীপ্ত কন্ঠে বলেন হিন্দু মুসলিম আমরা সবাই ভাই ভাই একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে চলবো এবং একে অপরের বিপদে এগিয়ে আসবো, সবাই একসাথে চলব, কেউ যদি তার পূর্বের ধর্ম ছেড়ে অন্য ধর্মে ধর্মান্তরিত হয় সেটা একান্তই তার ব্যক্তিগত ব্যাপার, এই স্বাধীনতা সংবিধান ও বাংলাদেশ সরকার তাকে দিয়েছে বলে, নওমুসলিম পরিবারের জন্য উনি শুভ কামনা এবং সবার কাছে দোয়া চেয়েছেন, নওমুসলিম পরিবারের প্রধান বর্তমান নাম ইব্রাহিম খলিল (৪৪) সবার কাছে দোয়া চেয়েছেন।