<strong>এম,এ, মান্নানঃ </strong> গাজীপুর মহানগরীর পূবাইলের এলাকা ৪১ নং ওয়ার্ড কার্যালয় রহমানিয়া মাদ্রাসা এলাকা থেকে বেলায়েত হোসেন ওরফে মুরাদ নামে এক চোর কে এক লক্ষ তিরানব্বই হাজার টাকার চোরাই মালামাল সহ এলাকাবাসীর সহায়তায় আটক করেছে পূবাইল থানা পুলিশ।