
মিলন শেখ স্টাফ রিপোর্টার :
গাজীপুরের শ্রীপুরে পূর্ব শত্রুতার জের ধরে এক ব্যবসায়ী ও তার ছেলেদের উপর হামলা ও মুনিহারি দোকানে ভাঙচুর করে নগদ টাকা লুট করার ঘটনা ঘটেছে।
এই বিষয়ে ব্যবসায়ী মঞ্জুর ভূইয়া শ্রীপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্র জানা যায়,বেশ কিছুদিন যাবত রাজেন্দ্রপুরের বাসিন্দা রুমান,মোফাজ্জল হোসেন,দেলোয়ার হোসেন,কাওসার,কাইয়ুম সহ অজ্ঞাতনামা কিছু লোক নিয়ে ব্যবসায়ী মঞ্জুর ভূইয়াকে হুমকি দিয়া আসিতে থাকে।
তারই প্রেক্ষিতে বুধবার দুপুরে তারা রাজেন্দ্রপুর পদ্মা পেপার মিলের সম্মুখে মুঞ্জুরের নিজস্ব মুদি মুনিহারী দোকানে এসে অতর্কিত ভাবে হামলা চালায়।এবং মুঞ্জুরকে তার দোকান থেকে টেনে সেচড়াইয়া নিচে নামাইয়া খুন জখমের উদ্দেশ্য এলোপাথারী ভাবে মারপিট শুরু করে।এবং দুই ছেলে মারধরে বাধা প্রদান করতে আসলে তাদেরকেও মারধর করে ধারালো অস্ত্র দিয়ে ক্ষতবিক্ষত করে।মারধরের এক পর্যায়ে দোকানের ক্যাশ বাক্সে থাকা নগদ- ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা নিয়া যায়।এবং দোকানের ভিতরে থাকা মালামাল ভাঙচুর চালিয়ে ক্ষতি সাধন করা হয়।
এই বিষয়ে ব্যবসায়ী মঞ্জুর ভূইয়া জানান, আমি এবং আমার ছোট ছেলে দোকানে বসেছিলাম। হঠাৎ রুমান,মোফাজ্জল হোসেন সহ আরো কয়েকজন এসে আমাকে দোকান থেকে টেনে হিচড়ে বাইরে এনে মারধর করতে থাকে।দোকানে থাকা আমার ছেলে শান্ত দেখে বাধা দিতে আসলে তাকেও মারধর করে এবং ধারালো অস্ত্রদারা আঘাত করে।এক পর্যায়ে বাড়িতে থাকা আমার বড় ছেলে সবুজ মিয়া আমাকে মারধরের খবর পেলে দৌড়ে ছুটে আসে। তারা তাকেও সকলে মিলে তাকেও মারধর করে এবং এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে হামলা করে।এতে করে আমার দুই ছেলেই এখন গুরুতর অবস্থায় সদর হাসপাতালে ভর্তি আছে।আমাদের উপর হামলা কারি সকলের সঠিক বিচারের জোড় দাবি জানাচ্ছি।
এই বিষয়ে শ্রীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জয়নাল আবেদিন মন্ডল বলেন,থানায় একটি লিখিত পেয়েছি,তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।