রেজাউল করিম, গাজীপুর প্রতিবেদকঃ
গাজীপুর মহানগরীর পশ্চিম সামান্তপুর এলাকায় এক অজ্ঞাত নারীর মরদেহ। রোববার সন্ধায় সদর থানা পুলিশ ওই মহিলার বিবস্ত্র লাশ উদ্ধার করে। তার শরীরের অধিকাংশ যায়গা পঁচে গিয়েছিল। এখন পর্যন্ত ওই নারীর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
গাজীপুর সদর থানার উপপরিদর্শক ( এসআই) আবু সাঈদ বলেন, আমরা মুঠোফোনে খবর পায় একটি অর্ধগলিত লাশ পড়ে রয়েছে। পরে সদর থানাধীন পশ্চিম সামান্তপুর এলাকায় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের দক্ষিণ পাশে দেয়ালের ভিতর থেকে বিবস্ত্র অবস্থায় অজ্ঞাত মহিলার মরদেহ উদ্ধার করা হয়।
তার বয়স আনুমানিক ৩০-৩২ হবে৷ পরে লাশ উদ্ধার করে হাসাপাতালের মর্গে পাঠানো হয়।
তিনি আরও বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষ হয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।