নিজস্ব প্রতিবেদকঃ
গাজীপুর জেলা বিএনপির কোষাধক্ষ্য ইসলাম উদ্দিনের বিরুদ্ধে জমি দখল, বাড়ি ভাঙচুর, এবং আগুন দিয়ে ভাড়াটিয়াদের উচ্ছেদের হুমকির অভিযোগ উঠেছে। ভুক্তভোগী আশরাফুল এবং তার পরিবার বর্তমানে চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন।
আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল থেকেই ইসলাম উদ্দিনের নেতৃত্বাধীন বাহিনী ভাওয়াল গড় ইউনিয়নের একটি বাড়ির আটটি রুমের একপাশ ভেঙে ফেলেছে। বাড়ির মালিক আশরাফুল অভিযোগ করেছেন, তার দীর্ঘদিনের বসতবাড়ি ও ভাড়াটিয়াদের দোকানপাট উচ্ছেদ করার জন্য ইসলাম উদ্দিনের বাহিনী সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে যাচ্ছে।
ভুক্তভোগীরা জানান, ইসলাম উদ্দিনের বাহিনী আগামীকাল (২০ ডিসেম্বর) বাড়ির ৫০টি রুমে থাকা ভাড়াটিয়াদের মালামালসহ আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়েছে। বর্তমানে ভাড়াটিয়ারা চরম আতঙ্কে রয়েছেন। তাদের অনেকেই বাড়ি ছাড়ার কথা ভাবছেন, তবে মূল্যবান মালামাল সরানোর সুযোগও পাচ্ছেন না।
বাড়ি ও দোকান রক্ষায় আশরাফুল গাজীপুর সিনিয়র সহকারী জজ আদালতে মামলা (নং ৫১৭/২৪) করেন। আদালত পাঁচ দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দিলেও ইসলাম উদ্দিনের বাহিনী তা উপেক্ষা করে দোকান ও বাড়ি ভাঙার কাজ চালিয়ে যাচ্ছে।
আশরাফুল বলেন, “আমাদের বাড়ি ভেঙে ফেলার পর এখন তারা পুরো বাড়িতে আগুন দেওয়ার হুমকি দিচ্ছে। আমরা কোথাও নিরাপদ নই। আমার স্ত্রী ও সন্তানরাও চরম ভয়ে দিন কাটাচ্ছে। প্রশাসন নীরব থাকলে আমাদের জীবন হুমকির মুখে পড়বে।”
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, প্রশাসন এই বিষয়টিতে কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছে না। ইসলাম উদ্দিনের সন্ত্রাসী কার্যকলাপ দীর্ঘদিন ধরেই চলছে, কিন্তু তার প্রভাবশালী পরিচয়ের কারণে কেউ তার বিরুদ্ধে অভিযোগ করতে সাহস পাচ্ছে না।
ভুক্তভোগীরা সরকারের উচ্চ পর্যায়ের হস্তক্ষেপ কামনা করেছেন। তারা চান, দ্রুত এই সন্ত্রাসী কার্যকলাপ বন্ধ করে তাদের জানমাল রক্ষা করা হোক।