
মিলন শেখ স্টাফ রিপোর্টারঃ
গাজীপুরের সদর উপজেলার হোতাপাড়া বিমানবাহিনী ঘাঁটির সামনে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে তাকওয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।
স্থানীয়রা জানান, সংঘর্ষের ফলে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়, এবং যাত্রীরা গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।
এ ঘটনায় বাসের ১১ জন যাত্রী আহত হন, যাদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের দ্রুত শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে এখনো তাদের নাম-পরিচয় জানা যায়নি।
ঘটনার পরপরই পুলিশ বাসটি জব্দ করে থানার হেফাজতে নিয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতির কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় এ দুর্ঘটনা ঘটতে পারে।
সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমেদ জানান, গাজীপুর চৌরাস্তা থেকে মাওনা যাওয়ার পথে তাকওয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস বিমানবাহিনী ঘাঁটির কাছে পৌঁছালে, হোতাপাড়া এলাকা থেকে আসা একটি ড্রাম ট্রাক ইউটার্ন নেওয়ার সময় মুখোমুখি সংঘর্ষ ঘটে।
এই ঘটনায় বেশ কয়েকজন আহত হন, এবং তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে পুলিশ বাসটি জব্দ করলেও দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে যায়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।