কাজল মিয়াঃ
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গাজীপুর সদরের বিলাসপুর এলাকায় একদল উশৃঙ্খল ও বখাটে যুবক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ফিল্ম স্টাইলে বসত বাড়িতে হামলা ও ভাংচুর চালিয়ে নগদ অর্থ লুট করার অভিযোগ উঠেছে। এঘটনায় ৮ জনকে বিবাদী করে জিএমপি সদর থানায় অভিযোগ দায়ের করেন বাড়ির মালিক শাহানাজ বেগম ।
অভিযুক্তরা হলেন-মহানগরের ২৬ নং ওয়ার্ড বিলাসপুর এলাকার বিল্লাল মিয়া ও তার স্ত্রী এবং ছেলে শিপন(২১) ও রিপন(১৯), মালেকের স্ত্রী ফেলানী, মালেকের ছেলে ফাইজুলসহ একই এলাকার শাওন ও মনির। অভিযোগ সূত্রে জানা যায়,
বিলাসপুর এলাকার বাসিন্দা শাহানাজ বেগমের দুই ভাড়াটিয়ার মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে গত শুক্রবার দুপুরে এক ভাড়াটিয়া অন্য আরেক ভাড়াটিয়াকে শায়েস্তা করতে এলাকার সন্ত্রাসীদের এনে ফিল্ম স্টাইলে দলবলসহ দেশীয় অস্ত্র দা, লাঠি, লোহার রড, চাইনিজ কুড়াল, চাপাতি নিয়ে শাহানাজ বেগমের বসত বাড়িতে অতর্কিত হামলা চালিয়ে রণক্ষেত্র পরিনত করে। এসময় শাহানাজ বেগমের বসত বাড়ির ৯টি কক্ষের দরজা জানালাসহ ঘরের আসবাবপত্রে কুপিয়ে প্রায় ৫লাখ টাকার ক্ষয়ক্ষতি করে।
এসময় শিপন শাহানাজ বেগমের ঘরে রক্ষিত দেড় লাখ টাকা নিয়ে যায়। তারা এখানেই ক্ষান্ত হয়নি, অন্য ভাড়াটিয়ারা তাদের প্রতিরোধ করতে চাইলে অভিযুক্ত রিপন শাহানাজ বেগমের ৪আনা ওজনের গলার স্বর্ণের চেইন ও মনির শরীফা বেগমের ঘরের ড্রয়ারে রাখা ৪লাখ ৮৫হাজার টাকা লুট করে। এছাড়াও শাওন শাহানাজ বেগমের বড় বোন জাহানারা বেগমের ঘরের সোকেস থেকে নগদ একলাখ টাকা ও ৯০হাজার টাকা মূল্যের ১ভরি স্বর্ণের চেইন এবং ২০হাজার টাকা মূল্যের গলার চেইন লুট করে করে নিয়ে চলে যায়। পরে তাদের ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত সন্ত্রাসীদের তারা প্রাণে রক্ষা পায়। তবে এঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায় নি। এদিকে অভিযুক্তরা প্রত্যেকেই উশৃঙ্খল ও বখাটে হিসেবে এলাকায় পরিচিত। তারা অত্র এলাকায় নানান অপকর্ম করে বেড়ায় বলে জানিয়েছেন স্থানীয়রা।
সদর থানার অফিসার ইনচার্জ সৈয়দ রাফিউল করিম বলেন, ঘটনা শুনেছি, অভিযোগ এখনো হাতে পায়নি। অভিযোগটি হাতে পেলেই অবশ্যই তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভিযোগের তদন্ত কর্মকর্তা সদর থানার (এসআই) আরিফ হোসেন বলেন, অভিযোগের সত্যতা পাওয়া গেছে। তদন্ত করছি। আশাকরি খুব শীঘ্রই অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।