বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

গাজীপুরে জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

Logo
Desk Report 2 শুক্রবার, ১০ ২০২৫, ৭:০৮ অপরাহ্ণ

আশরাফুল ইসলাম, গাজীপুর প্রতিনিধিঃ

আজ শুক্রবার সকাল ১১:৩০ টায় গাজীপুর সদর উপজেলার ভবানীপুর মুক্তিযোদ্ধা কলেজ মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

সম্মেলনে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, “গাজীপুরের অনেক মিল-কারখানার মালিকেরা অভিযোগ করেছেন, তারা সুষ্ঠুভাবে ব্যবসা চালাতে পারছেন না। আমি গাজীপুরের জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং মেট্রোপলিটন পুলিশের কমিশনারসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানাচ্ছি, চাঁদাবাজ-মস্তানদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। অর্থনীতির চাকাকে থামানোর চেষ্টাকারীদের গ্রেফতার করুন।”

তিনি আরও বলেন, “বর্তমানে খুনি আওয়ামী লীগের ফ্যাসিস্ট কর্মকাণ্ড নেই, তাদের অনেক এমপি-মন্ত্রী খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে প্রশাসনের এত ভয় কিসের? জনগণ ভাবতে বাধ্য হবে যে আপনারাও ফ্যাসিবাদের পক্ষপাতিত্ব করছেন।”

নির্বাচন প্রসঙ্গে মিয়া গোলাম পরওয়ার বলেন, “দেশ গড়ার কাজ শুরু হয়েছে, তবে নতুন চক্রান্তও চলছে। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার অপচেষ্টা চলছে। আমরা একটি অবাধ, নিরপেক্ষ, এবং অংশগ্রহণমূলক নির্বাচন চাই। সেই লক্ষ্যে প্রয়োজনীয় সংস্কার করতে হবে। যারা সংস্কার ছাড়া নির্বাচন চায়, তারা সংবিধানের দোহাই দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে।”

তিনি আরও যোগ করেন, “সংবিধান মানে হলো জনগণের আকাঙ্ক্ষার লিখিত রূপ। নব্বইয়ের গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা কেয়ারটেকার সরকারের ধারণা প্রতিষ্ঠা করেছি, যা তখন সংবিধানে ছিল না। জনগণের দাবি মেনেই কেয়ারটেকার ব্যবস্থা হয়েছে।”

সম্মেলনে সভাপতিত্ব করেন জামায়াতের জেলা আমীর ড. জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যাপক মুহাম্মদ ইজ্জত উল্লাহ, সাংগঠনিক সেক্রেটারি ড. মো. সামিউল হক ফরুকী, এবং কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ড. মোহাম্মদ খলিলুর রহমান মাদানী।

ADVERTISEMENT

সম্মেলনটি সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয় এবং দলের নেতৃবৃন্দ গাজীপুরের অর্থনৈতিক ও সামাজিক সমস্যার সমাধানে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

অন্যান্য সংবাদ

লামা (বান্দরবান) সংবাদদাতা: বান্দরবান লামা উপজেলার ৫টি ট্রাক্টর মহেশখালীতে পুড়ে দিয়েছে, সেখানকার আধিপত্য বিস্তারকারী দুর্বৃত্তরা। দুর্বৃত্তরা ৫টি ট্রাক্টর পুড়েছে শুধু তাই নই; …

মোঃ কামরুজ্জামান সিনিয়র রিপোর্টার: লামা উপজেলার বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, সুশীল সমাজ ও বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধিদের সাথে লামায় বান্দরবান জেলা পরিষদ চেয়ারম্যানের মতবিনিময় …

দেলোয়ার হোসেন রাজধানীর সবুজবাগ এলাকা থেকে একটি বিদেশী পিস্তল ও পাঁচ রাউন্ড তাজা গুলিসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-লালবাগ বিভাগ। গ্রেফতারকৃতরা হলো- …

মোঃ আব্দুল হান্নান, আদমদিঘী উপজেলা, প্রতিনিধি: স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ রুহুল আমিন এর সভাপতিত্বে এব; সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ জিল্লুর রহমান এর …