মোঃ আলমগীর হোসাইন, (গাজীপুর প্রতিনিধি):
গাজীপুরে আজ ৬ নভেম্বর ২০২৪ ইং সকাল ১১ ঘটিকায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে ভাইস চ্যান্সেলর প্রফেসর ডঃ এ এস এম আমানুল্লাহকে মুঠোফোনের মাধ্যমে গুলি করে মেরে ফেলার হুমকির প্রতিবাদে চাকুরী রক্ষা কমিটির কর্মকর্তা কর্মচারীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নাজিমুদ্দিন আহমেদ সিসিমের সভাপতিত্বে চাকরি রক্ষা কমিটির সদস্য সচিব মিয়া হোসেন রানা, আব্দুল জলিল সহ সকল কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।
সমাবেশ থেকে চাকরি রক্ষা কমিটির কর্মকর্তা কর্মচারীরা জানান, ভাইস চ্যান্সেলর মহোদয়কে যারা হুমকি দিয়েছে তাদের আইনের আওতায় এনে হুমকি দাতাদের সর্বোচ্চ শাস্তির আওতায় আনা হোক।
ভাইস চ্যান্সেলর প্রফেসর ডঃ এ এস এম আমানুল্লাহ জানান, আমাকে গত ৪ নভেম্বর মুঠো ফোনের মাধ্যমে গুলি করে মেরে ফেলার হুমকি দেয়া হয়েছে। যে সকল সংস্কার কাজ হাতে নেয়া হয়েছে সে সকল কাজকে নস্যাৎ করার জন্য আমাকে হুমকি দেয়া হয়েছে।
ভাইস চ্যান্সেলর জীবনের নিরাপত্তা নিয়েও উদ্বিগ্ন প্রকাশ করে আরও বলেন আইন-শৃঙ্খলা বাহিনীর সকল দপ্তরে এ বিষয়ে জানানো হয়েছে এবং সরকার এ বিষয়ে খতিয়ে দেখছে। এছাড়াও স্থানীয় থানায় একটি জিডি করা হয়েছে।