বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

গাজীপুরে গাঁজা ও সিএনজিসহ ২ মাদক ব্যবসায়ী আটক

Logo
Desk Report 2 সোমবার, ৩০ ২০২৪, ১:২২ অপরাহ্ণ

কাজল মিয়া:

গাজীপুরের কাপাসিয়ায় মাদক বিরোধী অভিযানে ২৪ কেজি গাঁজা ও ১টি সিএনজিসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে গাজীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
২৯ ডিসেম্বর রবিবার রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গাজীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শাহীন মাহমুদ এর নেতৃত্বে কাপাসিয়া থানাধীন গিয়াসপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে শহিদুল ইসলাম আছমত (৪৫) ও মো: জুয়েল (৩০ কে আটক করা হয়। আটককৃত শহিদুল ইসলাম আছমত শ্রীপুর উপজেলার কাওরাইদ পূর্ব শুনাব এলাকার মৃত হোসেন আলীর ছেলে এবং জুয়েল একই এলাকার তমিজ উদ্দিনের ছেলে। অভিযানের সময় আসামীদের কাছ থেকে ২৪ কেজি গাঁজা ও পরিবহনের কাজে ব্যবহৃত ১টি সিএনজিসহ উদ্ধার করা হয়।
পরে তাদের বিরুদ্ধে উপ পরিদর্শক মো: জুয়েল মিয়া বাদী হয়ে কাপাসিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।
বিষয়টি নিশ্চিত করে গাজীপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ-পরিচালক মো. ইমদাদুল ইসলাম মিঠুন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে একটি চৌকষ টিম কাপাসিয়ার গিয়াসপুর বাজার এলাকায় অভিযান
পরিচালনা করে ২৪ কেজি গাঁজা ও একটি সিএনজিসহ তাদের আটক করে কাপাসিয়া থানায় সোপর্দ করা হয়। অধিদপ্তরের উপ-পরিচালক মো. ইমদাদুল ইসলাম মিঠুন আরও বলেন, আমাদের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

ADVERTISEMENT
অন্যান্য সংবাদ

লামা (বান্দরবান) সংবাদদাতা: বান্দরবান লামা উপজেলার ৫টি ট্রাক্টর মহেশখালীতে পুড়ে দিয়েছে, সেখানকার আধিপত্য বিস্তারকারী দুর্বৃত্তরা। দুর্বৃত্তরা ৫টি ট্রাক্টর পুড়েছে শুধু তাই নই; …

মোঃ কামরুজ্জামান সিনিয়র রিপোর্টার: লামা উপজেলার বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, সুশীল সমাজ ও বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধিদের সাথে লামায় বান্দরবান জেলা পরিষদ চেয়ারম্যানের মতবিনিময় …

দেলোয়ার হোসেন রাজধানীর সবুজবাগ এলাকা থেকে একটি বিদেশী পিস্তল ও পাঁচ রাউন্ড তাজা গুলিসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-লালবাগ বিভাগ। গ্রেফতারকৃতরা হলো- …

মোঃ আব্দুল হান্নান, আদমদিঘী উপজেলা, প্রতিনিধি: স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ রুহুল আমিন এর সভাপতিত্বে এব; সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ জিল্লুর রহমান এর …