মোঃ আলমগীর হোসাইন, (গাজীপুর প্রতিনিধি):
নাইট বিল, হাজিরা বোনাস বৃদ্ধি সহ ১০ দফা দাবিতে
১০/১১/২৪ রবিবার সকাল ১০ টায় গাজীপুর কোনাবাড়ীর বাইমাইলে সময়মতো বেতন ও অন্যান্য ভাতা পরিশোধ না করা এবং কর্মকর্তাদের বিভিন্ন অনিয়ম এর অভিযোগ এনে কাসেম ল্যাম্প লিমিটেড এর শ্রমিকরা কারখানার মূল ফটকের সামনে বিক্ষোভ করে।
এ সময় তারা অভিযোগ করে বলে কারখানার মালিক তাদের বেতন ভাতা নির্দিষ্ট সময়ে দিলেও কর্মকর্তাদের গাফিলতির কারণে সময় মত বেতন ভাতা পাচ্ছেন না তারা। তারা আরো বলেন কারখানার কর্মকর্তারা বিভিন্ন সময় তাদেরকে বিভিন্ন ধরনের নির্যাতন করে থাকে, কেউ সেটার প্রতিবাদ করলে তাদেরকে চাকুরিচ্যুত করা হয়।
এ বিষয়ে কথা বলার জন্য কারখানার কর্মকর্তাদের সাথে একাধিকবার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
ADVERTISEMENT