এম,এ,মান্নান ঃ গাজীপুর চৌধুরী বাড়ি এলাকায় আজ সকাল আনমানিক সময় ০৯.০০ মিঃ ময়মনসিংহ – ঢাকা মহাসড়৷ গাড়ির ধাক্কায় এক পথচারি নিহত হয়েছে। এই পথচারী রাস্তা পারাপার সময় গাজীপুর – ঘ ০২-০১৯৬ এর চালক ধাক্কা দিলে সামনে থাকা cng গাজীপুর থ – ১২-১৪১৬ ছিটকে পড়ে যায় আর গুরুতর আহত হয়। অজ্ঞাতনামা পথচারী আনুমানিক বয়স (৬০) বছর। গুরুতর আহত হইলে সিএনজি চালক সহ উপস্থিত লোকজন অজ্ঞাতনামা পথচারী পুরুষ (৬০) কে উন্নত চিকিৎসার জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়, তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাৎক্ষণিক মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি । মৃত ব্যাক্তির পরিচয় সনাক্তের জন্য সি,,আই,ডি পিবিআই দায়িত্ব দেওয়া হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।