পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার সংকটে,সংগ্রামে গলাচিপার মানুষের ভরসায় পাশে থাকা একটি সামাজিক সংগঠন কিংবা সামাজিক গ্রুপ “গলাচিপা আমাদের জন্মভূমি ”
গ্রুপটি দীর্ঘদিন ধরে সামাজিক কাজকর্মের মাঝে এগিয়ে এসেছে। এটি ফেসবুক ভিত্তিক গ্রুপ হলেও এর কার্যক্রম অনলাইন কিংবা অফলাইন দুই জায়গাতেই রয়েছে।
“গলাচিপা আমাদের জন্মভূমি” গ্রুপের সহযোগী গ্রুপ – ভয়েস অব গলাচিপার আন্ডারে এর আগে পুরো উপজেলায় ফ্রি চিকিৎসা সেবা প্রদান, ফ্রি ব্লাড কালেকশন ও ব্লাড গ্রুপ নির্ণয় , করোনায় মাস্ক বিতরণ ও সচেতনতা, গরিব ও অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ, বেকার যুবকদের ফ্রি ড্রাইভিং প্রশিক্ষণ, মেয়েদের আত্ম কর্মসংস্থান নিশ্চিত করার লক্ষ্যে ফ্রি সেলাই মেশিন ও বাটিক ডিজাইনের কাজ শিক্ষা সহ বিভিন্ন সামাজিক কার্যক্রমে ভূমিকা রেখেছে।
এছাড়াও তাদের রয়েছে “ব্লাড ফাইটার্স গলাচিপা” নামের আরও একটি সংগঠন যেখান থেকে তারা জরুরী মুহূর্তে ব্লাড ম্যানেজ ও ডোনেশনে ভূমিকা রেখে চলেছে।
জানা যায় গলাচিপার প্রতিটি মানুষকে সচেতন, সহায়তা, সামাজিক সকল কার্যক্রম গতিশীল করার এক দৃঢ় প্রত্যয় তাদের।
এরই লক্ষে গ্রুপ ও সকল সামাজিক কার্যক্রম গতিশীল করার জন্য এডমিন গেট টুগেদার ২০২৩ অনুষ্ঠিত হয়।
উক্ত গেট টুগেদারে পুরনো এবং ভবিষ্যতের করনীয় কাজ নিয়ে বিশদভাবে আলোচনা করা হয়।
গলাচিপার পেটুক চাইনিজ ও ফাস্ট ফুডে আজ (২৮ জুন ২০২৩) রোজ বুধবার অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।
এসময়ে সবার মতামত এর ভিত্তিতে আগামী এক বছরের করনীয় সম্পর্কে মতামত, প্রস্তাব ও বাজেট পাস করা হয়।