
স্টাফ রিপোর্টার:
কেন্দ্রীয় যুবদলের ঘোষিত ২ দিন ব্যাপি কর্মসূচির অংশ হিসেবে পটুয়াখালীর গলাচিপায় উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে সৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে ঘটে যাওয়া বিডিয়ার বিদ্রোহের নামে দেশপ্রেমিক চৌকস সেনা কর্মকর্তাদের হত্যা, হেফাজত ইসলামের মিছিলে আলেমদের গণহত্যা, সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা, গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে হত্যা, বিএনপি ও সমমনা বিরোধী রাজনৈতিক দলের হাজার হাজার নেতাকর্মীদের গুম, খুন, নির্যাতন ও কোটা সংস্কারের আন্দোলনে বৈষম্যবিরোধী ছাত্র- জনতা নির্দেশ দাতাদের বিচারের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল ৫ টায় গলাচিপা পৌরসভার রূপনগর এলাকা থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে একই স্থানে এসে শেষ হয়। পরে ঐ স্থানেই সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা যুবদল ও পৌর যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।