মাইদুল হক মিকু,
পটুয়াখালী'র গলাচিপায় স্থানীয়দের উদ্যোগে বৃষ্টি কামনায় ইস্তিসকার নামাজের আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন এলাকার ধর্মপ্রাণ মুসুল্লি'রা অংশগ্রহণ করেছেন। রবিবার (২৮ এপ্রিল) স্থানীয় জৈনপুরী খানকা প্রাঙ্গণে এ নামাজ অনুষ্ঠিত হয়।
সারাদেশের ন্যায় পটুয়াখালীতে গত কয়েক সপ্তাহ ধরে দাবদাহ বিরাজ করছে। এতে করে জনজীবনে বিপর্যয় নেমে এসেছে।
কৃষক বা শ্রমিকরা দীর্ঘ সময় কাজ করতে পারছে না। ক্ষতির সম্মুখিন হচ্ছে ফসলের ক্ষেত ও পুকুরের মাছ। এ নাভিশ্বাস গরম থেকে রক্ষা পেতে বৃষ্টির জন্য মহান আল্লাহর সন্তুষ্টির আশায় গলাচিপায় ইস্তিসকার নামাজ আদায় করেছে মুসল্লীরা।
রবিবার সকাল ৯টায় গলাচিপা পৌরসভার ২নং ওয়ার্ডের জৈনপুরী খানকা কমপ্লেক্সের ঈদগাহ মাঠে খোলা আকাশের নিচে দুই রাকাত নামাজ আদায় করা হয়েছে। এতে ইমামতি ও দোয়া পরিচালনা করেন পৌরসভার কাজী মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মোঃ হুমায়ুন কবির।
নামাজে উপজেলার বিভিন্ন এলাকার নানা বয়সের মানুষ অংশ নেয়। নামাজ শেষে মহান আল্লাহর দরবারে দুই হাত তুলে অশ্রুসিক্ত নয়নে সবার আকুতিতে আমীন আমীন শব্দে বৃষ্টি কামনায় ফরিয়াদ করা হয়।