মাইদুল হক মিকু,
যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী মো. রফিকুল ইসলাম দুলাল (৪৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার (০১ ডিসেম্বর) সকাল ১০টায় গলাচিপা-পটুয়াখালী সড়কের আমখোলা ইউনিয়নের মুদিরহাট এলাকায় দুর্ঘটনাটি ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন গলাচিপা থানার অফিসার ইনচার্জ শোনিত কুমার গায়েণ।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ১০টায় গলাচিপার হরিদেবপুর থেকে আল্লারদান নামের একটি যাত্রীবাহী বাস পটুয়াখালীর উদ্দেশে ছেড়ে যায়।
গলাচিপা-পটুয়াখালী সড়কের আমখোলা ইউনিয়নের মুদিরহাট এলাকায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলসহ আরোহী রফিক বাসের নিচে পিষ্ট হয়ে ঘটনা স্থলেই মারা যান।
পরে নিহতের মরদেহ উদ্ধার করে গলাচিপা থানায় নিয়ে আসেন। অপরদিকে যাত্রীবাহী বাসটিকে আটক করলেও গাড়ির ড্রাইভার পলাতক রয়েছে।
গলাচিপা থানার অফিসার ইন চার্জ শোনিত কুমার গায়েণ বলেন, ‘যাত্রীবাহী বাসটিকে আটক করা গেলেও ড্রাইভারকে পাওয়া যায়নি। নিহত রফিকের লাশ থানায় নিয়ে আসা হয়েছে। এ সড়ক পরিবহন আইনে একটি মামলা রুজু করা হয়েছে।’