
মো: মাইদুল হক মিকু, স্টাফ রিপোর্টার:
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পটুয়াখালী’র গলাচিপা উপজেলার কালিবাড়ি সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপ (কেন্দ্রীয় মন্দির) সহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন পটুয়াখালী জেলার পুলিশ সুপার (এসপি) মোঃ সাইদুল ইসলাম বিপিএম, পিপিএম।
এসময় তিনি শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করার আহবান রেখে সকল সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জ্ঞাপন করেন।
শনিবার (২১ অক্টোবর) রাতে তিনি উপজেলার কয়েকটি মন্দিরের পূজা মন্ডপ পরিদর্শন করেন।
এসময় গলাচিপা উপজেলা পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ সাহিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিউদ্দিন আল হেলাল, সহকারী পুলিশ সুপার (গলাচিপা সার্কেল) মো: মোরশেদ তোহা, গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোনিত কুমার গায়েনসহ উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং পূজা উদযাপন কমিটির সভাপতি/সম্পাদক উপস্থিত ছিলেন।
পূজা মণ্ডপ পরিদর্শনকালে পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম, ‘ধর্ম যার যার উৎসব সবার’ এবছর পটুয়াখালী জেলায় সবাই সম্প্রীতির বন্ধনে সকল শ্রেণীর লোকজন এটিকে উৎসব হিসেবে পালন করছে।
সার্বিকভাবে পুজো উৎসবে স্থানীয় প্রশাসন, পুলিশ, আনসার, গ্রাম পুলিশসহ পূজা উদযাপন কমিটি নিবেদিত ভাবে দায়িত্ব পালন করে উৎসব উৎসবমুখর পরিবেশে পুজো অনুষ্ঠিত হচ্ছে। তিনি শান্তিপূর্ণভাবে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এই পুজো উৎসব পালনের জন্য হিন্দু ধর্মালম্বীদের শারদীয় শুভেচ্ছা এবং ধন্যবাদ জানান।