
মাইদুল হক মিকু:
পটুয়াখালীর গলাচিপা উপজেলাধীন চর হরিদেবপুর গ্রাম সংলগ্ন নদীতে এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয়রা জানান, মঙ্গলবার (৪ ফেব্রুয়ারী) সকালে চর হরিদেবপুর গ্রামে নদীতে মরদেহটি ভাসমান অবস্থায় দেখতে পেয়ে গলাচিপা থানা পুলিশকে জানান তারা।
এর মধ্যে উদ্ধার হওয়া মরদেহটির পরিচয় জানা গেছে। তিনি ওই উপজেলার আমখোলা গ্রামের মোঃ মোসলেম বিশ্বাসের ছেলে মোঃ আবু তালেব (৩৮)।
পরিবার সূত্রে জানা যায়, মৃত আবু তালেব দীর্ঘ ২০ (বিশ) বছর যাবত মানসিক রোগে ভুগছিলেন।
পরিবারের লোকজনের অগোচরে গত তিন দিন আগে বাড়ি থেকে বের হয়। তারপর থেকে সে নিখোঁজ ছিল। পরবর্তীতে গতকাল (মঙ্গলবার) তার মৃতদেহ নদীতে ভাসমান অবস্থায় পাওয়া যায়।
এ ব্যাপারে গলাচিপা থানার অফিসার ইনচার্জ মোঃ আশাদুর রহমান বলেন, মৃতদেহটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে গলাচিপা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।