মাইদুল হক মিকু, স্টাফ রিপোর্টার:
জেল হত্যা দিবসে জাতীয় চার নেতাকে শ্রদ্ধা জানাতে নানা কর্মসূচি হাতে নিয়েছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো।
১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর ৩ নভেম্বর তার ঘনিষ্ঠ চার সহকর্মী সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম মনসুর আলী ও এ এইচ এম কামরুজ্জামানকে কারাগারে হত্যা করা হয়।
বাংলাদেশের ইতিহাসে ৩ নভেম্বর কলঙ্কময় ও বেদনাবিধুর একটি দিন। রাষ্ট্রের হেফাজতে জেলখানায় জাতীয় চার নেতা হত্যার দিনটি ‘জেল হত্যা দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে।
দিনটি উপলক্ষে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পাশাপাশি পটুয়াখালীর গলাচিপায় যথাযোগ্য মর্যাদায় জেল হত্যা দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে আজ শুক্রবার (০৩ নভেম্বর) সকাল ৯টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপজেলা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
পরে দলীয় কার্যালয় এক আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী ৩ আসনের সংসদ সদস্য এস এম শাহজাদা এমপি। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক সন্তোষ কুমার দে, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা টিটো, যুগ্ম-সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মুহাম্মদ সাহিন, গলাচিপা পৌর আওয়ামী লীগের সভাপতি ও মেয়র আহসানুল হক তুহিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে জতীয় চার নেতা ও বঙ্গবন্ধুর আত্মার প্রতি মাগফিরাত কামনায় দোয়া করা হয়।