মাইদুল হক মিকু:
৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে গলাচিপা উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এক বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে সমাবেশ স্থল গলাচিপা সরকারী হাইস্কুল খেলার মাঠে লোকজন জড়ো হতে থাকে। দুপুরের পর সমাবেশ শুরু হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক সভাপতি হাসান মামুন।
গলাচিপা উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জাহাঙ্গীর হোসেন খান, পৌর বিএনপি’র সভাপতি
মিজানুর রহমান, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, পৌর সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, উপজেলা বিএনপির সহ সভাপতি খন্দকার মিজানুর রহমান, আব্দুর সালাম মৃধা, বাবু পঙ্কজ দেবনাথ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহাবুব ফরাজি, সৈয়দ আলম, বিএনপি নেতা মশিউর রহমান, আসাদুজ্জামান সবুজ, মাসুম বিল্লাহ, শহিদুল ইসলাম মোল্লা প্রমুখ। এছাড়া বক্তব্য দেন দশমিনা উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুল আলীম ও সাধারণ সম্পাদক শাহ আলম শানু।সভা পরিচালনা করেন গলাচিপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুস সত্তার হাওলাদার। এ সময় বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ সর্বস্তরের ২৫-৩০হাজার মানুষের সমাগম হয়। বিএনপি’র সমাবেশ স্থলে নেতাকর্মীদের পোষ্টার ফেস্টুনে ছেঁয়ে গেছে।
এছাড়াও প্রচন্ড তাপদাহে তৃষ্ণা নিবারনের জন্য সারাদিনব্যাপী দুর দূরন্ত থেকে আসা জন সাধারনের জন্য পৌর যুবদলের কয়েকজন বন্ধু মিলে আয়োজন করেন ঠান্ডা শরবত পানীয়র ।