মাইদুল হক মিকু,
পটুয়াখালী জেলার গলাচিপা থানা পুলিশ একজন মাদক ব্যবসায়ীকে ২০০ গ্রাম গাঁজাসহ আটক করেছে। জানা যায়, শনিবার (২৫ নভেম্বর) পৌর এলাকার ২ নং ওয়ার্ডস্থ শ্যামলীবাগ গ্রামীণ ফোনের টাওয়ারের উত্তর পাশ থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গাঁজাসহ আটক করা হয়েছে।
আটককৃত ব্যক্তি শ্যামলীবাগ এলাকার মৃত ওয়াজেদ হাওলাদারের ছেলে কবির হাওলাদার (৫৫) তিনি দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত বলে জানা গেছে। তাঁর বিরুদ্ধে বিগত ২০১০ ও ২০২২ সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলার তথ্য নিশ্চিত করেছে পুলিশ।
আটককৃত কবির হাওলাদার (৫৫) তাঁর বাসত বাড়ির সামনে মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন মর্মে তথ্য প্রাপ্ত হয়ে গলাচিপা থানা পুলিশ তাঁকে তল্লাশি পূর্বক পরিহিত লুঙ্গির কোচ (কোমরের কাছা) থেকে একটি গাঁজাভর্তি পলিথিন উদ্ধারসহ গ্রেফতার করতে সক্ষম হয়।
এ ব্যাপারে গলাচিপা থানার অফিসার ইনচার্জ শোনিত কুমার গায়েন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাকে গাঁজাসহ আটক করা হয়েছে, মামলা রুজুর কার্যক্রম চলমান আছে। তিনি পেশাদার মাদক ব্যবসায়ী এর আগেও তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা আছে।