মাইদুল হক মিকু,
পটুয়াখালীর গলাচিপা উপজেলায় আইন শৃঙ্খলা মাসিক মিটিং সভা করা হয়েছে। সোমবার সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ হল রুমে নির্বাহী কর্মকর্তা মহিউদ্দিন আল হেলালের সভাপতিত্বে আইন শৃঙ্খলা মিটিংয়ের আয়োজন করা হয়েছে।
নব বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষার্থে গলাচিপা উপজেলার সার্বিক উন্নয়ন, আইন শৃঙ্খলা পরিস্থিতি, রাজনৈতিক, দূর্নীতি, মাদক, বর্তমান পরিস্থিতি নিয়ে উন্মুক্ত মতামত ও আলোচনা করা হয়েছে।আইন শৃঙ্খলা মাসিক মিটিংয়ে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ওয়ারনা মার্জিয়া নিতু, মেজর এম এ মঈদ, মেয়র আহসানুল হক তুহিন, অফিসার ইনচার্জ গলাচিপা থানা মোঃ ফেরদৌস আলম খান, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. মোঃ মেজবাহ উদ্দিন, ডা. সজল উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, আরুজ আক্তার উপজেলা কৃষি কর্মকর্তা, মোঃ রেজাউল করিম উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, সরকারি বেসরকারি কলেজের অধ্যক্ষ, ইউপি চেয়ারম্যানদয়, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী বৃন্দ, ব্যবসায়ী, সাংবাদিক ও সুশীল সমাজ।