রবিবার, ডিসেম্বর ৮, ২০২৪

গলাচিপায় অর্থনৈতিক শুমারি উপলক্ষে অবহিতকরণ সভা

Logo
MD. MAIDUL HAQUE MEKU বৃহস্পতিবার, ২১ ২০২৪, ৫:৩১ অপরাহ্ণ

মাইদুল হক মিকু:

পটুয়াখালীর গলাচিপায়  অর্থনৈতিক শুমারি উপলক্ষে উপজেলা ও পৌরসভা শুমারি স্থায়ী কমিটির অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে বৃহস্পতিবার সকাল  ১১ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

 

উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমানের  সভাপতিত্বে সভায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) কর্তৃক বাস্তবায়িত অর্থনৈকিতক শুমারি ২০২৪ এর মাঠ পর্যায়ে মূল তথ্য সংগ্রহ কার্যক্রম সম্পর্কে উপজেলা শুমারি সংক্রান্ত সার্বিক দিক নিয়ে অবহিত করেন উপজেলা পরিসংখ্যান অফিসার মো: মাসুদ।

 

তিনি জানান, গলাচিপায় আগামী ১০ডিসেম্বর থেকে তথ্য সংগ্রহের কার্যক্রম শুরু হবে। তথ্য সংগ্রহ চলবে ২৬ডিসেম্বর পর্যন্ত। এতে জোনাল আফিসার  ৫ জন

আইটিসুপারভাইজার ৫জন সুপারভাইজার ৩৭ জন তথ্য সংগ্রকারী ১৮৭ জন এবং একজন উপজেলা শুমারী সমন্বয়কারী দায়িত্ব পালন করবেন। দেশের চতুর্থ এই অর্থনৈতিক শুমারী সম্পূর্ণ ডিজিটাল উপায়ে পরিচালিত হবে। এতে সারাদেশের অর্থনৈতিক প্রতিষ্ঠান এবং অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পন্ন খানা(পরিবার) এর তথ্য সংগ্রহ করা হবে।

ADVERTISEMENT

 

এ সময় উপস্থিত ছিলেন কৃষি অফিসার, সমাজসেবা অফিসার, মাধ্যমিক শিক্ষা অফিসার, প্রাথমিক শিক্ষা অফিসার, যুব উন্নয়ন অফিসার, প্রেসক্লাব সভাপতি মু খালিদ হোসেন মিলটন, চরকাজল , গোলখালী ও বকুলবাড়িয়ার ইউপি চেয়ারম্যান, গলাচিপা সরকারি কলেজের প্রতিনিধি,মহিলা কলেজর প্রতিনিধি  সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রমুখ।

 

সভায় জানানো হয়, এবারের শুমারিতে আসছে বেশ কিছু নতুনত্ব। প্রথমবারের মতো গণনায় যুক্ত হবে প্রতিষ্ঠান ও বাসা-বাড়ি থেকে পরিচালিত অনলাইন ব্যবসা। এর সুবাদে ডিজিটাল অর্থনীতির সঠিক আকার জানা সম্ভব হবে। সভায় আরো জানানো হয়, ১০ বছর পর আবারও অর্থনৈতিক শুমারি পরিচালনা করা হবে। এজন্য জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে কর্মকর্তাদের প্রশিক্ষণ দেয়া হয়েছে।

ইউসুফ আলী নাটোর প্রতিনিধি: বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, প্রতিবেশী রাষ্ট্র ভারত বাংলাদেশের পতিত …

মাসুম বিল্লাহ, আন্তর্জাতিক ডেস্কঃ রবিবার সিরিয়ার বিদ্রোহীরা প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করার ঘোষণা দিয়েছে। বিদ্রোহীরা রাজধানী দামেস্ক দখল করে আসাদকে দেশ ছাড়তে …

আনিসুর রহমান পলাশ, স্টাফ রিপোর্টারঃ সোহাগ শ্রোতাদের জন্য সুখবর! দীর্ঘদিন অপেক্ষার পর সোহাগ শ্রোতাদের জন্য আগামী ১০ই ডিসেম্বর বিকাল তিন টায় ভয়েজ …

মোজাহের ইসমাইল নাঈম. ব্যুরো চীফ নোয়াখালী: এক সময়ের চিরযৌবনা,খরস্রোতা ও ব্যস্ততম সূর্যমুখী খাল এখন যৌবন হারিয়ে অস্তিত্ব সংকটে। যেখানে বছরের অধিকাংশ সময়ই …