রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি মোঃরায়হান
গরীব-অসহায় ও দুস্থ মানুষের ভাগ্য উন্নয়নের জন্য রাজনীতি করে আওয়ামী লীগ। তাই শেখ হাসিনার কোন বিকল্প নেই, নৌকার কোন বিকল্প নেই। উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে জয়যুক্ত করার আহ্বান জানান পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের এমপি মহিব্বুর রহমান মহিব।
বৃহস্পতিবার দুপুরে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা পরিষদ চত্ত¡রে সরকারি বিভিন্ন ভাতাভোগী ও উপকারভোগীদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। উপজেলা প্রশাসনের উদ্যোগে করা এ সভায় হাজারও সুবিধাভোগী নারী-পুরুষ অংশ নেন।
এ সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি মহিব্বুর রহমান বলেন, সারা পৃথিবীতে এখন বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। শেখ হাসিনা আজ শুধু বাংলাদেশের নেত্রী নন, তিনি এখন বিশ্বনেত্রী। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সাধারণ মানুষের কথা চিন্তা করে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, স্বামী পরিত্যক্ত ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা ও শিক্ষা ভাতা যেভাবে দিয়ে যাচ্ছেন, তা আগে কোন সরকার কোনদিন করেনি। তিনি গৃহহীনদের গৃহ দিয়েছেন, ভূমিহীনদের ভূমি দিয়েছেন। তিনি চান এদেশের সমস্ত মানুষ যেন সুখে-শান্তিতে থাকতে পারেন। তাই নিজের জীবন বাজি রেখে নিরলস কাজ করে যাচ্ছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ডা. জহির উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান সাইদুজ্জামান মামুন, রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল ইসলাম মজুমদার প্রমুখ।