
গরিব কৃষকের ক্ষেতের পাকা ধান কাটলেন ছাত্রলীগ নেতা স্বপ্নীল হাসান কাজল
মোঃ শরীফ
কেরানীগঞ্জের রুহিতপুরের কৃষক আবুল মিয়ার ত্রিশ শতক জমির পাকা ইরি ধান কেটে ঘরে তুলে দিয়েছে কামরাঙ্গীরচর থানা ছাত্রলীগ। বুধবার সকালে কামরাঙ্গীরচর থানা ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক স্বপ্নীল হাসান কাজল এর নের্তৃত্বে ২০-২৫ জন নেতাকর্মী ওই কৃষকের জমির ধান কেটে দেন।
কৃষক আবুল মিয়া বলেন,আমার ৩০শতক জমির ধান পেকেছে, টাকার অভাবে ধান কাটার কোন শ্রমিকই পাচ্ছিলাম না। কামরাঙ্গীরচর থানা ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক স্বপ্নীল হাসান কাজল এই খবর জানতে পেরে তিনিসহ তার নেতা কর্মীদের মাধ্যমে আমার ধান কেটে দিয়েছেন। আমি তাদের প্রতি চিরকৃতজ্ঞ। তারা যদি এভাবে গরিব কৃষকের পাশে থাকে তবে অনেক কৃষক উপকৃর্ত হবে।
কামরাঙ্গীরচর থানা ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক স্বপ্নীল হাসান কাজল জানান, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ–স্মার্ট ছাত্রলীগ বির্নিমানের লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগের কর্মসূচী অনুযায়ি কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, ঢাকা-২ আসনের মা,মাটি ও মানুষের প্রিয় নেতা, জননেতা শাহীন আহমেদ ও কামরাঙ্গীরচর থানা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান রতন, ঢাকা মহানগর দক্ষিন ছাত্রলীগের বিপ্লবী সাধারন সম্পাদক প্রিয় সজল কুন্ডুর আদেশে কামরাঙ্গীরচর থানা ছাত্রলীগের সাধারন সম্পাদক এম এইচ মাসুদ মিন্টুর নির্দেশে একজন দুস্থ অসহয়, টাকার অভাবে ধান কাটতে না পারা কৃষকের পাকা ধান কেটে ঘরে পৌছে দেই আমরা কামরাঙ্গীরচর থানা ছাত্রলীগ নেতা কর্মীরা। তিনি আরোও বলেন, ধান কাটার পুরো মৌসুমে আমরা অসহয় কৃষকের পাশে থাকবো ইনশাআল্লাহ।
যেখানেই শুনবো অর্থের অভাবে শ্রমিক সংকটে কৃষক তার ক্ষেতের ধান কাটতে পারছে না,সেখানেই আমরা তাদের সহযোগিতা করবো।।
এসময় আরে উপস্থিত ছিলেন কামরাঙ্গীরচর থানা ছাত্রলীগ ও ৫৫,৫৬,৫৭ নং ওয়ার্ডের নের্তৃবৃন্দ।।