
জুনায়েদ কামাল – স্টাফ রিপোর্টার
নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী গণিপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজনে মাহে রমজান উপলক্ষে রোজাদারদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ মার্চ) বিকেলে গণিপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
এ সময় গণিপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি নিজাম উদ্দিন রুবেল (জি এস রুবেল) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক, আরিফুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন, চৌমুহনী ব্যবসায়ী সমিতির সিনিয়র সভাপতি ও হক শপিং মল কমপ্লেক্সের স্বর্তাধিকারি, মিয়া মোহাম্মদ ফয়সাল। লক্ষ্মী নারায়ণপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মাস্টার শফি উদ্দিন। ডেল্টা জুট মিলস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সৈয়দ মোঃ ফারুক। বিএনপি নেতা মান্না, আহসান উল্লাহ, তাবরিজ স্বপন। এজিএস হানিফ। আব্দুল মালেক। মোঃ সুমন সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ। আরো উপস্থিত ছিলেন, স্কুল শিক্ষার্থী ও তাদের অভিভাবকসহ স্কুলের শিক্ষক ও কর্মচারী বৃন্দ।