
মাসুম বিল্লাহঃ
গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ভিপি নুরুল হক নূরের জন্মদিন উপলক্ষে জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নেতৃবৃন্দ ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন।
আজ ৩০ জানুয়ারি, রাজধানীর পুরানো পল্টনে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় সাংবাদিক সংস্থার চেয়ারম্যান লায়ন নূর ইসলামের নেতৃত্বে সংস্থার কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ভিপি নূরকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় জাতীয় সাংবাদিক সংস্থার যুগ্ম মহাসচিব সাউকি বিপ্লব, সাধারণ সম্পাদকসহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শুভেচ্ছা জানানো শেষে জাতীয় সাংবাদিক সংস্থার চেয়ারম্যান লায়ন নূর ইসলাম বলেন, “আমি তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। একই সঙ্গে গণঅধিকার পরিষদের সমৃদ্ধি ও অগ্রযাত্রার জন্য শুভকামনা জানাই।” তিনি আরও বলেন, “ভিপি নূরের নেতৃত্বে গণঅধিকার পরিষদ হবে দেশের গণতন্ত্র সুরক্ষার এক গুরুত্বপূর্ণ রক্ষাকবচ।”
উক্ত আয়োজনে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা প্রাণবন্ত পরিবেশে জন্মদিন উদযাপন করেন এবং দলীয় আদর্শ ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন।