![](https://i0.wp.com/sorejominbarta.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png?ssl=1)
রিপন চৌধুরী,
মাল্টিমিডিয়া প্রতিনিধি:
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে খিলক্ষেত থানাধীন খিলক্ষেত পুলিশ বক্সের সামনে আজ রাত আনুমানিক ১২টা ৫০ মিনিটে দুটি ট্রাকের মধ্যে বেপরোয়া ওভারটেকিং এর কারণে এক মর্মান্তিক সংঘর্ষের ঘটনা ঘটে।
ঘটনার প্রত্যক্ষদর্শীদের মতে, সংঘর্ষের পর এক ট্রাকের হেলপার লাঠি নিয়ে নেমে অপর ট্রাকটির ড্রাইভার ও ট্রাকের ক্ষতি করার চেষ্টা করে। পাল্টা প্রতিক্রিয়া হিসেবে অপর ট্রাকটি দ্রুত স্থান ত্যাগ করতে গেলে হেলপারটি ট্রাকের নিচে পড়ে যায়। ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, হেলপারের চেহারা এমনভাবে থেতলে গেছে যে তাকে দেখে সনাক্ত করা সম্ভব হচ্ছে না। দুর্ঘটনার পর দুই ট্রাকের কোনোটিকেই আটক করা যায়নি।
খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, ওই দুটি ট্রাক সনাক্ত করার জন্য অভিযান চলছে। একই সঙ্গে নিহত যুবকের পরিচয় নিশ্চিত করার জন্য যথাসাধ্য চেষ্টা করা হচ্ছে।
এ ঘটনায় স্থানীয় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। পুলিশ সকলকে সড়কে চলাচলের সময় সতর্ক থাকার আহ্বান জানিয়েছে এবং এ ধরনের বেপরোয়া ড্রাইভিং বন্ধে ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছে।