
খালেদা জিয়ার ৮০ তম জন্মদিন উপলক্ষে মোহাম্মদপুর ৩৩ নং ওয়ার্ডে মিলাদ ও দোয়া মাহফিলমোঃ ইব্রাহিম হোসেনঃ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল করেছে ঢাকা মহানগর উত্তর মোহাম্মদপুর থানার ৩৩ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন।
মঙ্গলবার (২০ আগস্ট) মোহাম্মদপুর থানার ৩৩ নং ওয়ার্ডে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোহাম্মদপুর থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এনায়েত হাফিজ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর সেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি লিটন মাহমুদ বাবু, মোহাম্মদপুর থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মিজানুর রহমান ইসহাক, যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন মাসুদ।
মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মোহাম্মদপুর থানার ৩৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মান্নান হোসেন শাহীন। অনুষ্ঠান পরিচালনা করেন, ৩৩ নং ওয়ার্ড বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক বিশিষ্ট আইনজীবী শেখ মো জহিরুল ইসলাম অপু।
মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকার খালেদা জিয়াকে কারাগারে কোনো চিকিৎসা দেয়নি। বিনা চিকিৎসায় তাকে হত্যা করতে চেয়েছিল।ওয়ান-ইলেভেন সরকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে হত্যার উদ্দেশ্যে তার ওপর অমানবিক শারীরিক নির্যাতন চালিয়েছিল। এর উদ্দেশ্য ছিল, জিয়া পরিবারকে রাজনীতি থেকে মাইনাস করা। কিন্তু ছাত্র-জনতার আন্দোলনে তাদের সেই চক্রান্ত নস্যাৎ করা হয়েছে।
দোয়া মাহফিলে আওয়ামী লীগ সরকারবিরোধী আন্দোলনে নিহতদের আত্মার মাগিরাত ও আহতদের সুস্থতা কামনায় মোনাজাত করা হয়।